পিরোজপুরে বাসের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০
অ- অ+

পিরোজপুর জেলার নাজিরপুরে বাসের সঙ্গে ভ্যানের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন।

সোমবার সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের উপজেলার রুহিতলাবুনিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫), তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

স্থানীয়রা জানান, ওই দিন সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া সেখানে থাকা আরো দুজন আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়া স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।

নাজিরপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে এখানো কোনো অভিযোগ পাইনি।’

(ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা