খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যা মামলার আসামি সুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৬
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় মইজ উদ্দীন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো. সুজনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে খিলগাঁও থানার ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।

তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি নন্দীপাড়া হাফিজ উদ্দিন মাস্টার রোডের মোশারফ ভান্ডারীর চায়ের দোকানে কথা কাটাকাটির জের ধরে মইজ উদ্দীনকে মারধর করে গ্রেপ্তারকৃত সুজন, মো. মনিরসহ আরও কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি ভিকটিমের বোন নয়ন তারা (৩৯) বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির দুই নম্বর আসামি মো. সুজন। এ মামলায় গত রাতে সুজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আমার ভাই গত ৩/৪ মাস ধরে খিলগাঁওয়ের মান্ডাপাড়া এলাকায় বসবাস করেন। আমার ছোট ভাই আমাকে কিছুদিন পূর্বে জানায় যে বর্ণিত স্থানের বসবাসরত ছেলেরা আমাকে কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় খিলগাঁও থানার নন্দীপাড়া হাফিজ উদ্দিন মাস্টার রোডের মোশারফ ভান্ডারীর চায়ের সিগারেট খাওয়ার জন্য যায়। এসময় ১নং আসামি মনির (৩০) আমার ভাইকে উদ্দেশ্যে করে গালমন্দ করে এবং এর প্রতিবাদ করায় মনির উত্তেজিত হয়ে আমার ভাই মইজ উদ্দীনের মুখমণ্ডলে আঘাতসহ এলোপাতাড়ি কিল, ঘুসি, লাথি মারতে থাকে। একপর্যায়ে আমার ভাই মাটিতে পড়লে ২নং আসামি সুজনসহ অজ্ঞাতনামা ২/৩ তাকে এলোপাতাড়ি কিল, ঘুসি, লাথি মারিয়া গুরুতর জখম করে।

পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন মইজ উদ্দিনকে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা