সুইজারল্যান্ড আ.লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। সংগঠনের জেনেভাস্থ প্রধান কার্যালয়ে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সকল ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র নেতা মাহবুব দুলু শেখ, গীতা পাঠ করেন সদস্য সুনিল চ্যাটার্জি, ত্রিপিটক পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া।
সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপস্থিত নেতৃবৃন্দ শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অরুন জোতি বড়ুয়া, সহ-সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক গৌরিচরন সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল জুনায়েদ আইয়ান, ফুয়াদ হাসান, তারেক আল মাহমুদ প্রমুখ।
আওয়ামী নেতা বেলাল চৌধুরী, মোহাম্মদ রুকন, আজগর হোসাইন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন