বদলগাছীতে গোয়ালঘরে কয়েলের আগুনে ৩ গরু পুড়ে ছাই

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৪| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১
অ- অ+

নওগাঁর বদলগাছীতে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। মারা গেছে তিনটি গরু। এতে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে সামাদুল ইসলামের গোয়ালঘরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত মোকসেদ আলী মণ্ডলের ছেলে সামাদুল ইসলাম গোয়ালঘরে প্রতি রাতের মতো মশার কয়েল জ্বালান। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন ধরে। আগুন দ্রুত গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সামাদুলের তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া আগুন নিভাতে গিয়ে সামাদুল দগ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্ষতিগ্রস্ত সামাদুলের ছেলে সাকিব হোসেন বলেন, ‘আমাদের অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার বাবা কৃষি কাজ করেন। আমাদের সম্বল এই তিনটি গরু। গরু বিক্রি করে আমাদের সংসার চলে। এখন আমরা কি দিয়ে সংসার চালাবো।’

স্থানীয় ইউপি সদস্য খাজামদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনায় সামাদুলের অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গভীর রাতে আগুন লাগায় এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস আসে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে উপজেলা প্রশাসন থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা