ইতালিতে বেরগামো আ.লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির বেরগামো শহরে আওয়ামী লীগের একটি বিশেষ আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রবাসী বাংলাদেশিরা মাতৃভাষা রক্ষার গুরুত্ব এবং ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করেন।
রবিবার বেরগামো শহরের একটি স্থানীয় কনফারেন্স হলে দুলাল করাতির সভাপতিত্বে এবং সুমন ঢালী ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক। ২১ ফেব্রুয়ারি আমাদের সকলের জন্য একটি স্মরণীয় দিন, কারণ এটি কেবল বাংলাদেশের ভাষা আন্দোলনের দিন নয়, এটি পৃথিবীজুড়ে ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মর্যাদার প্রতীক।’
আলোচনা সভায় আরো বক্তব্য দেন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমরেড খোন্দকার, এম এ জলিল, নুরুল ইসলাম, তরিনো আওয়ামী লীগের সভাপতি রশিদ পেদা, আনকোরা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল মল্লিক, তরিনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ, লোম্বারদিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রহমান খান, প্রচার সম্পাদক মামুন হাওলাদার, বেরগামো আওয়ামী লীগ নেতা শেখ পল্টন, রিপন মোল্লা, মজিবর রহমান আলম, ঢালী রানা, রফিকুল ইসলাম, দিপু মোল্লা, নাসির মাঝি, ছাত্তার শেখ, ফজল শেখ, আলাউদ্দীন সরদার, খোকন দেওয়ান, মিঠু চকিদার, আবু বক্কর, নুরুল ইসলাম ওয়াসিম, ফরহাদ হোসেন হিরু, জহির শেখ প্রমুখ।
সভায় শুরুতেই ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
(ঢাকা টাইমস/২৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন