খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
এর আগে মেলা উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম শেষে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। তারপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৭ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মেলার কার্যক্রম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মো. সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির প্রমুখ।
(ঢাকা টাইমস/২৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন