কারওয়ান বাজারে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ধরল র্যাব

রাজধানীর কারওয়ান বাজারে আসামি ধরতে গিয়ে মাদকসেবীদের তোপের মুখে মারধরের শিকার হন একজন পুলিশ সদস্য। এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি র্যাব পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার তেজগাঁও থানার একটি টহল দল কারওয়ান বাজারে মাদক কারবারি শাহীন আলমকে মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করে। পরে তাকে হ্যান্ডকাফ পরিয়ে ঘটনাস্থল থেকে আনতে গেলে বাঁধে বিপত্তি। শাহীনের চিৎকারে তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এদিকে ঘটনার পর পুলিশ একটি মামলা করে। সেই মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করল র্যাব। তারা হলেন- ঘটনার দিন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শাহীন আলম ও অপরজন দীন ইসলাম কালু।
র্যাব বলছে, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। শাহীন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসএস/এমআর)

মন্তব্য করুন