নাটোরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গুরুদাসপুর উপজেলার মাহমুদপুর উত্তরপাড়ায় এই কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা ও অভিযুক্ত ফিরোজের দ্রুত বিচার এবং ফিরোজ ও তার বাহিনি কর্তৃক মারপিট, হামলা, হুমকিসহ নানা অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ২০২২ সালের ২ অক্টোবর সকাল ১০টার দিকে এসএসসির এক পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে নাটোরের গুরুদাসপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। ব্যবহারিক পরীক্ষা শেষে সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থানকালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যান। পরে রাজশাহীর এক বাসায় আটকে রেখে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় মেয়েটিকে ধর্ষণ করেন ফিরোজ। পরে ওইদিন রাতে পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এরপরই পুলিশ অভিযানে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যান। এ ঘটনায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল এলাকাবাসী। পরে ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করলে র্যাব অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর থেকে ফিরোজকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে অভিযুক্ত ফিরোজ ভুক্তভোগীর পরিবারসহ মামলার সাক্ষীদের মারপিট, মামলা ও হুমকিসহ নানা অপতৎপরতা শুরু করেছেন।
দ্রুত ফিরোজের বিচারসহ ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ফিরোজ আহমেদ তার প্রতি আনা সকল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ছাত্রী অপহরণ ও ধর্ষণে জড়িত নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার প্রতি নানা অভিযোগ আনা হচ্ছে।
(ঢাকা টাইমস/০৬মার্চ/এসএ)

মন্তব্য করুন