হিলি স্থলবন্দরে আট মাসে ৪৪ কোটি টাকা রাজস্ব ঘাটতি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ১৯:৩০
অ- অ+

এবারও রাজস্ব ঘাটতিতে পড়েছে দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশন। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা চেয়ে ৪৪ কোটি ১৫ লাখ টাকা রাজস্ব ঘাটতিতে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর।

কম শুল্কযুক্ত শুল্কমুক্ত পণ্য বেশি আমদানি হওয়ায় রাজস্বে নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি কাস্টমস কর্তৃপক্ষের। তবে ব্যবসায়ীরা এ জন্য কাস্টমসের অসহযোগিতাকে দায়ী করছেন।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে এনবিআর হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে ৭৪০ কোটি টাকা। প্রথম আট মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪৮২ কোটি ১৫ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪৩৮ কোটি টাকা। ফলে এ সময়ে ৪৪ কোটি ১৫ লাখ টাকা রাজস্ব ঘাটতিতে রয়েছে বন্দরটি।

কর্তৃপক্ষের মতে, অর্থবছরের প্রথম মাস জুলাইতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ কোটি লাখ টাকা; বিপরীতে এসেছে ৪৫ কোটি ৭৪ লাখ টাকা। আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ছিল ৬০ কোটি ৮৯ লাখ টাকা; বিপরীতে আহরণ হয়েছে ৪৫ কোটি ৭৪ লাখ টাকা। সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৫৯ কোটি ৬৬ লাখ টাকা; বিপরীতে এসেছে ৫৫ কোটি আট লাখ টাকা। অক্টোবরে লক্ষ্যমাত্রা ছিল ৬২ কোটি ৬৫ লাখ টাকা; বিপরীতে আদায় হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ টাকা। নভেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৬৫ কোটি ১৯ লাখ টাকা; বিপরীতে এসেছে ৪৩ কোটি ৯২ লাখ টাকা। ডিসেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৬৯ কোটি ২১ লাখ টাকা; বিপরীতে এসেছে ৫৩ কোটি ৭৩ লাখ টাকা। জানুয়ারিতে লক্ষ্যমাত্রা ছিল ৬৭ কোটি ৮৫ লাখ টাকা যার বিপরীতে আদায় হয়েছে ৪৯ কোটি ৩১ লাখা টাকা এবং ফেব্রুয়ারিতে লক্ষ্যমাত্রা ছিল ৫১ কোটি ৬১ লাখ টাকা যার বিপরীতে আদায় হয়েছে ৭০ কোটি লাখ টাকা।

বন্দরের ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমসের অসহযোগিতা এবং হেঁয়ালিপনাই রাজস্ব ঘাটতির জন্য দায়ী।

(ঢাকাটাইমস/১২মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী মর্তুজা
১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে ‘বিশেষ বৈঠকে’ প্রধান উপদেষ্টা
এবি ব্যাংকের ইফতার মাহফিল
ধর্ষণ নিয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা