যে কারণে গালি দেওয়া গণমাধ্যম কর্মীদের চাকরি ফেরত চাইলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১২:১২| আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:১৪
অ- অ+

বেসরকারি ‘এখন’ টিভির লাইভে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেওয়া সংবাদ উপস্থাপকাসহ তিনজনের চাকরি ফেরত চানর হাসনাত আব্দুল্লাহ। কারণ ‘এই গালির স্বাধীনতার জন্যই’ আন্দোলন করেছিলেন তারা।

বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান তিনি।

পোস্টে হাসনাত আ্বদুল্লাহ লেখেন, ‘এখন’ টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম।”

“শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক”- যোগ করেন হাসনাত।

একই পোস্টে কমেন্ট বক্সে এনসিপির এই মুখ্য সংগঠক আরো লেখেন, ‘গালি’ দেওয়ার প্রেক্ষিতে এখন টিভির তিনজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আমি বিব্রত।

তিনি আরো লেখেন, “রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি। এখনো করছি। আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই যেখানে যে কোনো মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে। তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায়ে।”

“মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর, সেই মত আমার বিরুদ্ধে হলেও।” বলেন হাসনাত।

উল্লেখ্য, বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের একজন নারী উপস্থাপক লাইভ চলাকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেন। এ ঘটনায় উপস্থাপকসহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
গরমে পানিশূন্যতা দূর করে আখের রস, কিডনি সুস্থ রাখে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা