সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৬ মার্চ) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১৫ মার্চ) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তি শেখ এজাজ (৩৬) ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বাসিন্দা। তার বাবার নাম শেখ খলিল।
বিজিবির তথ্য অনুযায়ী, খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগমের (৩৫) সঙ্গে ভারতে থাকাকালীন বিবাহবন্ধনে আবদ্ধ হন শেখ এজাজ। পরে তারা বাংলাদেশে আসেন এবং গত চার বছর ধরে খুলনার দৌলতপুর এলাকায় বসবাস করছেন। জীবিকার জন্য শেখ এজাজ ইজিবাইক চালাতেন।
শনিবার বিকেলে সীমান্ত অতিক্রমের সময় বৈকারী বিওপির হাবিলদার মো. সাহাবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৭/২৮ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা এলাকায় তাকে আটক করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিজিবির হাবিলদার সাহাবুর রহমান বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেন। রবিবার সকালে শেখ এজাজকে আদালতে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/১৬মার্চ/মোআ)

মন্তব্য করুন