বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১০:৩২
অ- অ+

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার স্কোর দেখা যাচ্ছে ২২৬, যা খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।

তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ১৯১ এবং বায়ুমান ‍‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের নয়াদিল্লি, স্কোর ১৮৯; চতুর্থ স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই, স্কোর ১৭৪; পঞ্চম পোল্যান্ডের ক্রাকো, স্কোর ১৫৬। ষষ্ঠ ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১৫৮; সপ্তম চীনের চংকিং, স্কোর ১১৯; অষ্টম ভিয়েতনামের আরেক শহর হো চি মিন সিটি, স্কোর ১৫৪; নবম দক্ষিণ কোরিয়ার সিউল, স্কোর ১৫১ এবং দশম স্থানে রয়েছে চীনের উহান, স্কোর ১৪৮।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/২২মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা