ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার গভীর রাতে উপজেলার শ্রীনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ৫ সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

মন্তব্য করুন