মানিকগঞ্জে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুটি ভাটাসহ আরও একটি ভাটার কিলন আংশিক ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা।
অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি এলাকার মেসার্স এমিকা ব্রিকস ও মেসার্স একতা ব্রিকসকে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, এই দুটি ভাটা ও সিংগাইর উপজেলার রামকান্তপুর এলাকার মেসার্স রাকমান ব্রিকসের কিলন আংশিক ভেঙে দেওয়া হয়।
মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অভিযানে র্যাব-৪, জেলা পুলিশ ও সিংগাইর উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

মন্তব্য করুন