আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের রুখে দিতে হবে: এবি পার্টি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ২০:৪৮
অ- অ+

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন।

রবিবার এবি পার্টি আয়োজিত গণইফতারের ২২তম দিনে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আলতাফ হোসাইন বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারাই দেশ শাসন করেছে, প্রতিটি শাসকই বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা গোটা দেশকে ঢেলে সাজানোর সুযোগ পেয়েছি। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আর কোনো চোর বাটপারের হাতে আমরা দেশকে তুলে দেব না।’

তিনি বলেন, ‘দুর্নীতি নামক ক্যানসার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখিয়ে দিতে হবে। বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে, যাতে আর কোনো দুর্নীতিবাজ রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে।’

আলতাফ হোসাইন বলেন, ‘বিগত ১৬ বছর আমরা এক জালিমের শাসনে ছিলাম। কত মানুষকে জালিম হাসিনা গুম-খুন করেছিল, আয়নাঘরে রেখেছিল- তার হিসাব এখনো অজানা। জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি করেও হাসিনা তার পতন ঠেকাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে পালিয়েও ভারতে বসে সাইকোপ্যাথের ন্যায় আচরণ করছেন শেখ হাসিনা। এদেশের মানুষ তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তার দল আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।’

আজকের গণইফতার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডিসেন্ট ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘আমাদের ধনী-গরীবের মধ্যকার যে ফারাক সেটা গ্রহণযোগ্য নয়। এখানে অনেকে খাবার অপচয় করছে, অন্যদিকে কেউ পরিত্যক্ত খাবার কুড়িয়ে খাচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। স্বাধীনতার ৫৩ বছর পরেও এই ধরনের অর্থনৈতিক বৈষম্য মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘আমার বাংলাদেশ পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার রাজনীতি করছে। এখানে উপস্থিত অনেক মানুষই ভাসমান হিসেবে পরিচিত। যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে ভাসমান পরিচয়ে কারও থাকার কথা ছিল না। এবি পার্টি আপনাদের পরিচয় ফিরিয়ে দিতে লড়াই করছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি উদ্যেক্তা আবুল হোসেন মিলন। এবি পার্টির নেতাদর মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক আরিফ সুলতান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর,সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক শরন চৌধুরী, আব্দুল হালিম নান্নুসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা