‘ধূমকেতু' দিয়ে শুরু ট্রেনে ঈদযাত্রা, বিনা টিকিটের যাত্রী ঠেকাতে রয়েছে সার্বক্ষণিক প্রহরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ১১:৩৬| আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১১:৪২
অ- অ+
ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে।

সোমবার ভোর ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস।

আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট বিক্রি করা হয় গত ১৪ মার্চ। গত ২০ মার্চ পর্যন্ত চলে অগ্রিম টিকিট বিক্রি।

এবার বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ করার জন্য কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি নাশকতা প্রতিরোধ করা জন্য চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্যশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা