বরিশালে পঁচা খাবার বিক্রির দায়ে জরিমানা 

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ১৭:২৬
অ- অ+

পচাঁ খাবার বিক্রির দায়ে বরিশালের থ্রী-এস পেস্ট্রিশপ কর্তৃপক্ষকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে নগরীর নতুন বাজার রোডের ওই দোকানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এসময় পঁচা খাবার বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানি মিত্র বলেন, গত সপ্তাহে কলেজ এভিনিউর বাসিন্দা এস এন পলাশ থ্রী-এস পেস্ট্রি শপের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয় থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে প্রতারিত হয়েছেন এস এন পলাশ। বার্গারটি ৭/৮ দিনের বাসি-পঁচা ছিল। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে নগরীর নতুন বাজার থ্রী-এস পেস্ট্রি শপে অভিযান চালানো হয়। এসময় গিয়েও মেয়াদ উত্তীর্ণ সস উদ্ধার করা হয়েছে। এছাড়া লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় আর্থিক জরিমানা করা হয় থ্রী-এস পেস্ট্রি শপকে।

ভুক্তভোগী এস এন পলাশ বলেন, গত সপ্তাহে থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে বাসায় নিয়ে দেখতে পাই পঁচা গন্ধ আসছে। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল অফিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে আমার অভিযোগের সত্যতা পায়। যে কারণে থ্রী-এস পেস্ট্রি শপকে আর্থিক জরিমানা করে। তিনি আরও বলেন, এমন ঘটনা থ্রী-এস পেস্ট্রি শপের নিত্যদিনের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কার্যক্রম চলমান থাকলে ভোগান্তি কমবে নগরবাসীর।

(ঢাকা টাইমস/২৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা