যুক্তরাষ্ট্রে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ০৯:৫৮
অ- অ+

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন-যুক্তরাষ্ট্রের উদ্যোগে বৃহস্পতিবার জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. সাদিক।

দোয়া মাহফিলে মহান স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর আত্মার মাগফেরাত এবং মরহুম আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জন্য বিশেষ দোয়া করা হয়, বিগত স্বৈরাচারিণী ফ্যাসিস্ট হাসিনার শাসনকালে সকল নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা জন্য বিশেষ দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুস সবুর, গিয়াস উদ্দিন, শাহ আলম, মোশারফ হোসেন সবুজ, মাকসুদুল হক চৌধুরী, ডা. শামীম দেওয়ান, মোতাহার হোসেন, মাওলানা ওমর ফারুক, তারেক চৌধুরী দিপু, ফারুক হোসেন মজুমদার, এটিএম হেলালউর রহমান, হাবিবুর রহমান হাবিব, মৃধা মোহাম্মদ জসিম উদ্দিন, নুরে আলম ,জুনায়েদ আল জাফরি, মাযহারুল ইসলাম মিরন, মো: মাসুদ হোসেন, রাশেদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, মনির হোসেন, সোহেল আহমেদ, আলাউদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা নাছিম আহমেদের শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপস্থিত সকল মুসল্লিদের কে ইফতার ও দোয়ায় অংশগ্রহণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য মহান রাব্বুল আলামীন যেন জনাব তারেক রহমানকে আগামী রাষ্ট্র পরিচালনা সুযোগ দান করেন সেজন্য তিনি বিশেষভাবে মহান রব্বুল আলামীনের নিকট দোয়া করেন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশপ্রেম ও পেশাদারিত্ব যখন অপরাধ হয়ে ওঠে: রাষ্ট্রদূত সুফিউর রহমানের নীরব কূটনৈতিক যুদ্ধ
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা