যশোরে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৫, ১৪:৪৯| আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫:০৫
অ- অ+

যশোরে বাসের ধাক্কায় আহত ঊর্মি (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা পরিবহনের একটি বাস ঊর্মিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নিহত ঊর্মি যশোরের কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর দক্ষিণপাড়ার বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে। সে ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঊর্মি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা, সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে হাজির হয়ে বাসটি আটক করি। তবে চালক পালিয়ে গেছে।

(ঢাকা টাইমস/১০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা