সাল্ফের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের সম্পাদক হলেন ব্যারিস্টার সানোয়ার, আরও কিছু পদে রদবদল

সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম- সাল্ফের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে কিছু পদে রদবদলের অংশ হিসেবে ব্যারিস্টার মো. সানোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
রবিবার সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাবেক সাধারণ সম্পাদক ড. মো. এনামুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রেজা কাইউম খান আরিফ ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট মো. বশির উদ্দিনকে সহসভাপতি মনোনীত করা হয়েছে।
অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসাবে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল হক স্বপন, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ নেয়ামত উল্যাহ ও ড. মনিরুল ইসলাম নাহিদকে মনোনীত করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট ইলোরা নাহিদ খান, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল হাওলাদার, প্রধান আন্তর্জাতিক সম্পাদক পদে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার মো. সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক আকন্দ, অ্যাডভোকেট মো. ফিরোজুল ইসলাম ফিরোজ, অ্যাডভোকেট হাজেরা বেগম আজরা, অ্যাডভোকেট ইসমত জাকিয়া, অ্যাডভোকেট তামান্না আফরিন, ব্যারিস্টার আসাদুর রহমান রুবেল, অ্যাডভোকেট মো. আজাদুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট ডক্টর জনাক রাজ রানা (দিল্লি সুপ্রিম কোর্ট), প্রধান আইন সম্পাদক অ্যাডভোকেট নুপূর ধামিজা (দিল্লি সুপ্রিম কোর্ট), শিক্ষা ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আক্তার পপি, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট উম্মে সালমা শিল্পী, সাংস্কৃতিক, নাট্যকলা ও আবৃত্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার লিজা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জান্নাতুল সামান্থা, প্রধান রিচার্স ও ডেভেলপমেন্ট অ্যান্ড ড্রাফটিং সেক্রেটারি অ্যাডভোকেট তনিমা রহমান মনোনীত করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ব্যারিস্টার উপমা বিশ্বাস, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল সেক্রেটারি অ্যাডভোকেট মো. রাশেদুল হাসান সুমন, জনস্বাস্থ্য, পুষ্টি ও গবেষণা বিষয়ক প্রধান সম্পাদক অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরজাহান, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট ইশরাত জাহান মনি, লিগ্যাল এইড ও ভিক্টিম সাপোর্ট সেক্রেটারি পদে অ্যাডভোকেট নিঘাত সীমা, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সাহাবুদ্দিন খান লার্জকে মনোনীত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এজে)

মন্তব্য করুন