চীনের প্রস্তাবিত হাসপাতাল পিরোজপুরে চেয়ে ড. ইউনূসকে ডা. ইরানের চিঠি

খুলনা ও বরিশাল বিভাগের মধ্যবর্তী জেলা পিরোজপুরের কাউখালিতে চীনের ১০০০ শয্যা বিশিষ্ট ‘চীন-বাংলাদেশ ফেন্ডশিপ হাসপাতাল’ নির্মাণের স্থান নির্ধারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
রবিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পাঠানো চিঠিটি হস্তান্তর করেন পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান।
চিঠিতে সালাম ও শুভেচ্ছা জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বরিশাল ও খুলনা বিভাগের মধ্যবর্তী এলাকার বৃহৎ জনগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ সুচিকিৎসা থেকে বঞ্চিত। এ বিভাগের মধ্যবর্তী অঞ্চলে কোনো মানসম্পন্ন হাসপাতাল না থাকায় উল্লেখিত এলাকার মানুষ জরুরি চিকিৎসা সেবা গ্রহণের পূর্বেই মৃত্যুবরণ করে। আমরা বরিশাল ও খুলনা বিভাগের জনগণ দীর্ঘদিন যাবৎ একটি বৃহৎ পরিসরের হাসপাতালের জন্য নানা তৎপরতা চালিয়েও সফলতার মুখ দেখতে পারিনি। বর্তমানে চীন সরকারের অর্থায়নে ৩টি হাসপাতাল নির্মাণের প্রস্তাব আসায় আমরা দক্ষিণের অবহেলিত জনসাধারণ আশার আলো দেখতে পাচ্ছি। তাই, আপনার নিকট আমরা দক্ষিণাঞ্চলের জনপদের পক্ষে আবেদন করছি যে, ৩টি হাসপাতালের মধ্যে ১০০০ শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল একটি খুলনা ও বরিশালের মধ্যবর্তী স্থান পিরোজপুরের কাউখালী উপজেলায় স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারণের ব্যবস্থা করে বাধিত করবেন।
আমরা বিশ্বাস করি, উক্ত এলাকায় নির্ধারণ করে হাসপাতাল স্থাপন করা হলে পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালীসহ খুলনা-বরিশালের বিভাগে জেলা ও উপজেলার বসবাসকারী জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের কর্মক্ষম জনগোষ্ঠীর চিকিৎসা সেবাসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে শিক্ষিত বেকারত্ব দূরীকরণে সহায়তা হবে। অতএব আমরা, উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/জেবি/এজে)

মন্তব্য করুন