ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ১৯:১৭
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে ৩ ঘণ্টা বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সোমবার বিকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

একজন গহবধূকে এমন নির্যাতনে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী নারী শারমীন আক্তার মঙ্গলবার সদর থানায় মামলা করলে দুই ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভূক্তভোগী নারীর মা নূর জাহান বেগম ও স্থানীয় কয়েকজন জানান, সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে মন্তাজ মিয়ার ছেলে মো, হায়দার আলীর স্ত্রী শারমিন আক্তার। প্রায় ১৭ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে সাবিনা আক্তার নামে এক মেয়ে এবং জাহিদ হাসান নামে এক ছেলে রয়েছে। হায়দার আলী দীর্ঘ ১০ বছর ধরে সৌদি প্রবাসী। তবে গত ৯ মাস আগে হায়দার দেশে এসে ফের সৌদিতে চলে যান। শারমিন এক ছেলে ও এক মেয়ে নিয়ে মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়িতেই বসবাস করেন। তবে পারিবারিক কলহসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই শ্বশুর বাড়ির লোকজন ও শারমিনের মধ্যে ঝগড়া হতো। পারিবারিক এই বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকালে শারমিনের সঙ্গে ভাসুরসহ শ্বশুর বাড়ির লোকজন তর্কবিতর্কের এক পর্যায়ে মারধরে করে। এক পর্যায়ে একটি নারিকেল গাছের সঙ্গে বেঁধে শারমিনসহ তার দুই সন্তানকে মারধর করা হয়। এসময় স্থানীয় এক বাসিন্দা মারধরের সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে নেন।

তাতে দেখা যায়, অভিযুক্তরা বাড়ির উঠোনে শারমিনসহ তার সন্তানদের মারধর করছে। পরে ভাসুর মঙ্গল মিয়া উঠানে থাকা একটি নারিকেল গাছে দড়ি দিয়ে শারমিনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

শারমিনের মা নূর জাহান বেগম বলেন, একজন নারীকে এভাবে গাছের সঙ্গে বেঁধে পিটানো হবে এটা কোন দেশের আইন। আমি আমার মেয়ের সাথে হওয়া অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।

ভূক্তভোগী শারমিন আক্তার অভিযোগ করে বলেন, ‘শ্বশুর বাড়ির লোকজন আমার স্বামীর কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছিল কিন্তু সেই টাকা তারা ফেরত দেয়নি। আমার স্বামী বারণ করায় আমি তাদের কাছে টাকা চাইনি। কিন্তু শ্বশুর-ভাসুরসহ অন্যরা প্রতিনিয়ত ঝগড়া করায় আমি সোমবার বিকালে অন্যত্র বাসা নিয়ে চলে যাওয়ার বিষয়ে স্বামীর সাথে কথা বলছিলাম। এসময় দুই ভাসুর মঙ্গল মিয়া ও জয়নাল আবেদীনসহ জা ও ভাতিজারা এসে আমাকে ঘর থেকে ধরে এনে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। গ্রামের মানুষ তাদের নিষেধ করলেও তারা তা শুনেনি। পরে স্থানীয় মেম্বার এসে আমাকে উদ্ধার করে। পরে আমি হাসপাতালে চিকিৎসা নিই। এ ঘটনায় আমি দুই ভাসুর মঙ্গল মিয়া ও জয়নাল আবেদীন, দুই জা মর্জিানা ও ময়না বেগমসহ ভাতিজা জুবায়ের, আকাশ ও সাইফুলকে আসামি করে সোমবার রাতে থানায় অভিযোগ দিই। পরে মঙ্গলবার সকালে মামলা নথিভুক্ত হয়। আমি এই ঘটনার সাথে জড়িত সকলের বিচার চাই।’

সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপন মিয়া বলেন, শুনেছি শারমিন তার শ্বশুরকে মারধর করেছে। এরই জেরে তারা শারমিনকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে। তবে আমি খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে শারমিনকে উদ্ধার করি। তবে যেই ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত ঘৃন্য।

তবে শারমিনের শ্বশুর মন্তাজ মিয়া ও জা ময়না বেগমের দাবি করে বলেন, শারমিন বিভিন্ন সময় ঘরে তালা ঝুলিয়ে বাড়ির বাইরে চলে যায়। তার বেপরোয়া চলাচলে বাধা দেয়ায় শারমিন তার শ্বশুর মন্তাজ মিয়ার উপর ক্ষুব্ধ হয়ে মারধর করে। এরই জেরে এই ঘটনার সূত্রপাত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শারমিনের ভাসুররা তাকে গাছের সাথে বেঁধে রাখে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাসুর মঙ্গল মিয়া ও জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকা টাইমস/২২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা