সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ উপদেষ্টা আসিফের

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বন্ধু মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব বা এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন। সম্প্রতি তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে মোয়াজ্জেমের বিরুদ্ধে তদবির, বদলি–বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। এমন পরিস্থিতিতে নিজ বন্ধুর বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা আসিফ।
শুক্রবার দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘যেহেতু এখন তিনি (মোয়াজ্জেম) মন্ত্রণালয়ে কর্মরত নন, সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই। তিনি একজন স্বাধীন ব্যক্তিসত্তা। সেই জায়গা থেকে আমরা দুদককে অনুরোধ করেছি যে আপনারা এটা তদন্ত করুন।’
আসিফ আরও জানিয়েছেন, মোয়াজ্জেমের ব্যাপারে বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিবের ব্যাপারেও দুদুককে তদন্ত অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
গত বছরের ১৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেনকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দেন আসিফ মাহমুদ। গত ২১ এপ্রিল মোয়াজ্জেমকে পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। অবশ্য পরদিন সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন