নোয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জালিয়াল এলাকায় বজ্রপাতে আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১২টার দিকে জালিয়াল এলাকার দালাল বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পাক কিশোরগঞ্জ সল্যাঘটাইয়া গ্রামের শাহ আলমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মানবাধিকার কর্মী শামসুদ্দিন বাহার বলেন, সকাল থেকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন আবুল কালামসহ আরও তিন শ্রমিক। সকাল ১০টার পর থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে অন্য তিন শ্রমিক কাজ রেখে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। কিন্তু আবুল কালামের হাতে করাত থাকায় তিনি দ্রুত নিরাপদ স্থানে যেতে পারেননি, পথের মধ্যে বজ্রপাতে মারা যান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
(ঢাকা টাইমস/২৭এপ্রিল/এসএ)

মন্তব্য করুন