হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩

হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে। নিহত দূর্বাসা দাস (৩৫) বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের কালাবাসী দাসের ছেলে।
হবিগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান জানান, সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এসময় হাওরে ধান কাটছিলেন দূর্বাসা দাস ও তার ভাইবোনেরা। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে দূর্বাসা দাস নিহত হন। আহত হন দূর্বাসা দাসের ভাই ভূষণ দাস ও বোন সুধন্য দাস।
এছাড়াও বজ্রপাতে বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামে এক শিশু আহত হয়েছে। আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।(ঢাকা টাইমস/২৮এপ্রিল/এসএ)

মন্তব্য করুন