নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ

নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুই বোন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকালে উত্তরা ইপিজেড মোড়ের একটি ভাড়া বাসায় রান্নার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
দগ্ধরা হলেন সুইটি আক্তার (২০) ও তাজকিনা আক্তার (২৩)। তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বাবুল হোসেনের কন্যা।
জানা গেছে, দুই বোনই উত্তরা ইপিজেডের একটি পোশাক কারখানায় সেকশন সেভেনে কর্মরত ছিলেন এবং কাজের সুবাদে ওই বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তারা সুইটি ও তাজকিনাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছানোর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এফএ)

মন্তব্য করুন