বোয়ালমারীতে শ্মশান উন্নয়নের নামে সরকারি জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৫, ১৯:১৭
অ- অ+

ফরিদপুরে বোয়ালমারী পৌরসভার রায়পুরে অবস্থিত নলিনী রঞ্জন মহাশ্মশানের কর্তৃপক্ষের উন্নয়নের নামে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্মশানের সামনে রায়পুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কামারগ্রাম চরপাড়া, দক্ষিন কামারগ্রাম, ঋষিপাড়ার এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরে কোনো হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস না থাকলেও পৌর এলাকার হিন্দু ভাইদের সৎকারে ব্রিটিশ আমলে বারাশিয়া নদীর পারে ৮/১০ শতাংশ জমির উপর শ্মশানটি নির্মাণ করা হয়। পরে সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২ একর জমি শ্মশানের জন্য নির্ধারণ করে সড়ক, একতলা একটি বিল্ডিং ও সীমানা প্রাচীরসহ প্রবেশ ফটক নির্মাণ করে দেন। পরবর্তীতে বছর তিনেক আগে প্রাচীরের বাইরে প্রায় ৩৫ শতাংশ জমি মাটি ভরাট করে শ্মশানের জায়গা বাড়ানোর চেষ্টা করে কর্তৃপক্ষ। সর্বসাধারণের ব্যবহারের ফাঁকা জায়গাটি রক্ষায় সে সময়ও মানববন্ধন করলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জায়গা সকলের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেন।

মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আব্দুস সোবাহান, শামসুর রহমান, হারুনার রসিদ, সোহানুর রহমান রোমেল, মনিরুজ্জামান টুটুল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধনের খবর পেয়ে শ্মশান এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। এসময় তিনি ফাঁকা মাঠটি সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেন।

(ঢাকা টাইমস/২৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা