সিরাজগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ১৪:৫২| আপডেট : ২০ মে ২০২৫, ১৫:০০
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

এ সময় বেশকিছু বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৪৫) বাগধোনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।

তিনি বলেন, আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে বাগধোনাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম ফলার আঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

ওসি আরও বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দুইপক্ষের মাঝখানে অবস্থান করছি। নজরুলের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

(ঢাকা টাইমস/২০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক কার্গো এলএনজি, ৭০ হাজার টন সার কিনবে সরকার
অবৈধ লেনদেনের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত
প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও তথ্য নিচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট
আওয়ামী ঘনিষ্ঠ ৪৪ আমলা-কর্মকর্তার তালিকা প্রকাশ করলো জুলাই ঐক্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা