সকল অপতৎপরতা ঠেকাতে সচেষ্ট রয়েছে র‍্যাব: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৫, ১২:৪৭
অ- অ+

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, “ঈদপূর্ব আমাদের কার্যক্রম রমজানের শুরু থেকেই শুরু হয়েছে। এ সময় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধগুলো যেন ঘটতে না পারে সেজন্য আমরা টহল, গোয়েন্দা তৎপরতাসহ অন্যান্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছি।”

শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, “ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি যেতে পারেন সেজন্য আমরা মহাসড়কে, নৌপথে, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল টার্মিনালে নিরাপত্তা জোরদার করেছি।”

ঢাকাসহ সব মেট্রোপলিটন শহর ও উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের টহল তৎপরতা অব্যাহত আছে। মানুষ যেন নিরাপদে ঈদ করতে পারে সেজন্য আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “ঈদের এ সময় ছিনতাইকারী ও মলম পার্টির তৎপরতা বাড়ে। এদের অপতৎপরতা ঠেকাতে আমরা সচেষ্ট আছি।”

তিনি বলেন, “ঈদের দিনে সারা দেশে যত বড় ঈদের জামাত হবে সেখানেও আমাদের সদস্যরা নিরাপত্তা দিতে তৎপর থাকবে৷ এ ছাড়া বিভিন্ন বিনোদনকেন্দ্রে যেখানে অনেক ভিড় হয় সেখানেও মানুষকে নিরাপত্তা দিতে আমরা কাজ করছি।”

র‍্যাব ডিজি বলেন, “ঈদে ঘরমুখো মানুষের মাঝে নারী ও শিশুদের একটা বড় অংশ থাকে৷ এ ছাড়া বিনোদনকেন্দ্রেও নারী ও শিশুদের ভিড় বেশি থাকে। তারা যেন স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা ও চলাফেরা করতে পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। আমরা সবাই মিলে একটি নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে চাই। ঈদ শেষে শহরমুখী মানুষ ও ঈদের ছুটিতে মানুষের বাড়িঘরে নিরাপত্তা দিতেও র‍্যাব কাজ করছে।”

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা