ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৩:১২| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৩:৩০
অ- অ+

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইদুর রহমান রয়েল উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তিনি ওই ইউনিয়নের দাওসা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইদুর রহমান গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পাস করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। গত বুধবার দ্বিতীয় স্ত্রী নাসিমার সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নাছিমাকে বেঁধে রাখেন তিনি। পরে নাছিমার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার থেকে চেয়ারম্যানের রুমের দরজা ও তার ফোন বন্ধ পায় তার বোন। শনিবার চেয়ারম্যানকে খুঁজতে তার বোন বাসায় আসে। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে চেয়ারম্যানের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শনিবার বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই দিন আগে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। কারণ লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা