আখাউড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবাসিক হোটেল থেকে স্বপন ঘোষ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর এলাকার সীমান্ত মার্কেটের হোটেল কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় নিহতের পা রুমের মেঝের সাথে লাগানো ছিল।
নিহত স্বপন ঘোষ ঢাকার ডেমরা এলাকার দুলাল ঘোষের ছেলে।
আবাসিক হোটেলের রেজিস্টার খাতা থেকে নিহতের এ পরিচয় পাওয়া যায়।
হোটেলের কেয়ারটেকার রফিক মিয়া বলেন, ‘রবিবার (১৭ নভেম্বর) স্বপন ঘোষ হোটেলে উঠেন। তার এক বন্ধু ভারতে গেছে। বন্ধুকে নিতে এসেছে বলে জানিয়েছিলেন। সকালে স্বপন ঘোষের কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেই।’
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছমি উদ্দিন বলেন, খবর পেয়ে হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)
মন্তব্য করুন