মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণের বারসহ দুজন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম স্বর্ণের ৪৬টি বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।
সোমবার বিকাল ৫টার দিকে এ স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রায়পুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. আব্দুল কাদের মন্ডল এবং একই গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) এর পরিচালক আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কের দিক নির্দেশনায় সামান্তা বিওপি’র একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মো. আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান করে। বিকাল ৫টার দিকে দুজন চোরাকারবারি পায়ে হেঁটে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে বিজিবি টহলদল স্বর্ণ চোরাকারবারী মো. আব্দুল কাদের মন্ডল ও মো. দুলালকে আটক করে। পরবর্তীতে আটককৃতদের শরীর তল্লাশি করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় সর্বমোট ৪৬টি দেশীয় গলানো স্বর্ণের ফ্লাটবার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা।
আটককৃতদের স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় গ্রেপ্তার করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।মন্তব্য করুন