বরিশালে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৪১
অ- অ+

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহিলা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর ভাটিখানার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, গত ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ মোট চারটি নাশকতার মামলা রয়েছে সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমের বিরুদ্ধে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। কোহিনুর বেগম বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ৭,৮,৯ ওয়ার্ডের কাউন্সিলর ও বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও বিগত ১৬ বছরের বিসিসির সকল মেয়র পত্মীদের একান্ত কাছের লোক ছিলেন কোহিনুর বেগম। আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছেন তিনি।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
আইনজীবী সাইফুল হত্যায় চন্দনের সাত রিপনের পাঁচ দিনের রিমান্ড
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা