চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৯
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জে পৌর এলাকাসহ বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল।

মঙ্গলবার রাতে এসব তথ্য জানান হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। তবে আটকদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

থানা পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) হাজীগঞ্জ থানা পুলিশ মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম গঠন কার্যক্রম শুরু করেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একজনের কাছে মাদক পাওয়া গেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেণ, যদি অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত থাকে বা তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত না থাকলে তাদের অভিভাবক ডেকে ছেড়ে দেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘হাট-বাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা