মাগুরায় চাঁদাবাজি মামলায় আ.লীগ নেত্রী কারাগারে
মাগুরায় একটি চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার মামলায় মাগুরা শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে তাকে জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে।
স্বর্ণালীকে গ্রেপ্তারের পর দুপুরে শ্রীপুর থানার পুলিশ তাকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। তার পক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি। তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। পরে তাকে জেল-হাজতে পাঠানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদীকে নিজ দলে ভেড়াতে না পেরে রিয়া জোয়ারদার তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না পেয়ে দুই সহেযাগী নিয়ে লোহার স্টিক নিয়ে তার ওপর হামলা চালান।
এ মামলায় হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস নামে আরো দুজনকে আসামি করা হয়।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/মোআ
মন্তব্য করুন