সোনারগাঁয়ে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১০

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:২৪| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৩৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন৷ তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মো. আরিফ (২৭), মো. হাসান (২২), বিপ্লব (২৮), মো. নূর আলম (২৩), মো. তাহমিদ শেখ (৪০), মো. তন্ময় (২৫), চঞ্চল (২৬), আল আমিন (২৪), মো. হাসান (১৮) ও মো. শাওন (২০)৷

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধ কর্মীদের বরাতে বলেন, আগুনে দগ্ধ ১০ শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, কারখানাটি থেকে আগুনের খবর জানানো হয়৷ কিন্তু ফায়ার সার্ভিস ইউনিটের রওনা হওয়ার আগেই আবার আগুন নিভে গেছে বলে জানানো হয়৷ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, সকাল ১০টায় গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ ১০ জনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা