নড়াইলে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন  

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৮:০২
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শাজাহান আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের খলিল ফকির ও মারুফ ফকির। এর মধ্যে খলিল আদালতে উপস্থিত ছিলেন। আরেকজন পলাতক আছেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০২ সালে ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুজনকে যাবজ্জীবন এবং অন্য আসামিদের বেকসুর খালাস দেন।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা