৭ দিন পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু 

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ২০:৩৭
অ- অ+

সাতদিন পর বেনাপোল স্থলবন্দর থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে।

বেনাপোল রয়েল ডাচ পরিবহনের ম্যানেজার জিয়াউর রহমান জানান, নৌ-পরিবহন উপদেষ্টা ও স্থলবন্দর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে এখন দূরপাল্লার সব পরিবহনের এসি বাস চলাচল করবে।

বেনাপোল পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করেন স্বাভাবিকভাবেই চলছিল সব কার্যক্রম। প্রশাসন এবং পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ হঠাৎ করে দূরপাল্লার যাত্রীগুলো গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতের বিরোধ তৈরি হয়। এরপর থেকে গত ২২ নভেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে যায। অবশেষে পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নানের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় তারা উভয় পক্ষই সিদ্ধান্ত নেন সব ধরনের পরিবহনের এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে চলাচল করবে। এই সিদ্ধান্তের ফলে আজ (বৃহস্প্রতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক সজিব নাজির জানান, বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান আমাকে বেনাপোল বন্দরের চেকপোস্ট পরিবহন টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে পুনরায় দূরপাল্লার সব পরিবহনগুলো বন্দরের চেকপোস্ট টার্মিনাল থেকে চলাচল করবে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর থেকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা