মনোহরদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ১৯:২৫
অ- অ+

নরসিংদীর মনোহরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গুইলেরটেক গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত কাজল মিয়া চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাতপাড়া গ্রামের বাসিন্দা বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল । শুক্রবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাদল মিয়া কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে কাজল মিয়া মৃত্যুবরণ করে। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মনোহরদী থানার উপ পরিদর্শক এস.আই মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই বাদল মিয়া পলাতক রয়েছে।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা