চাঁদপুরে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১১:১৭| আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১১:১৯
অ- অ+

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মো. সৈকত হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ৩২ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বহু অপরাধী আইনের আওতায় এসেছে।

(ঢাকা টাইমস/০৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজ্ঞাপন-ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রে মিষ্টির ব্যস্ততা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩, ভারত-পাকিস্তান? যা বলছে বিশ্বব্যাংক
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা