টঙ্গীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অরুণ কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এশিয়া পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত অরুণ কুমার মল্লিক টঙ্গীর বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি অরুণ কুমারকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক গাড়ি বা গাড়ির কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘এশিয়া পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন।
দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
(ঢাকা টাইমস/০৬এপ্রিল/এসএ)

মন্তব্য করুন