পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৫, ১০:৫৩
অ- অ+

পঞ্চগড়ে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্তবর্তী জয়ধরভাঙ্গা এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বাংলাদেশের অভন্ত্যরে নীলগাইটিকে দেখে ধাওয়া দিলে পাঙ্গা নদীতে পড়ে যায়। এসময় সেটিকে আহত অবস্থায় ধরে বেঁধে ফেলে স্থানীয়রা।

পরে নিকটস্থ সিংরোড বিওপির বিজিবি সদস্যদের সহযোগিতায় নীলগাইটি উদ্ধার করে বন বিভাগ পঞ্চগড়ের কর্মীরা পঞ্চগড় প্রাণিসম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে বন বিভাগ পঞ্চগড় কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, ‘নীলগাইটি ভারত থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছে। কাঁটাতারের বেড়া ভেঙে আসায় নীলগাইটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের কাছ থেকে এটি উদ্ধার বন বিভাগে নিয়ে এসেছি।’

তিনি জানান, ‘বর্তমানে নীলগাইটি চিকিৎসাধীন অবস্থায় আছে। সুস্থ হলে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হবে। এটি বিলুপ্ত প্রজাতির মাদি নীলগাই। বয়স দুই আড়াই বছর হতে পারে।’

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
আগারগাঁওয়ে অপহৃত চার কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিল সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা