শিগগির আসবে বড় ধরনের বিদেশি অর্থসহায়তা, মজবুত হবে অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৫২| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২০:০০
অ- অ+

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণার পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলো শিগগির বড় ধরনের আর্থিক সহায়তা দিতে শুরু করবে। এই সাহায্য আসা শুরু করলে বাংলাদেশর অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক শ দিন পূর্তি উপলক্ষ্যে রবিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একথা বলেছেন। তার এই ভাষণ বিটিভিসহ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করা হয়।

ড. ইউনূস বলেন, ১০০ দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লন্ডভন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম, সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। এই এক শ দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে। এটা সম্প্র্ণূ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে।

তিনি বলেন, এখনো আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আসা শুরু করেনি। বন্ধু রাষ্ট্রগুলি শুধু যে আমাদের বড় বড় অংকের সাহায্য নিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছে। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষনীয় অর্থনীতিতে পরিণত হবে। বিদেশি বিনিয়োগকারীরাও নানা রকম বিনিয়োগে উৎসাহীত হয়ে এগিয়ে আসবে।

বিনিয়োগকারীদের সঙ্গে সরকার ইতোমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের রাষ্ট্রপুঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছাতে পেরেছি।

পতিত সরকার ও তার দোসররা প্রতিবছর দেশ থেকে ১২-১৫ বিলিয়ন ডলার পাচার করেছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এ কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরো গতি পাবে। এ কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সাহায্য নিচ্ছি।

বাংলাদেশের সংকটময় সময়ে সহযেগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় সব দেশই স্বতঃস্ফূর্তভাবে অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে জানান ড. ইউনূস।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ, ইউএনডিপি ইত্যাদির প্রধানদের সঙ্গেও আমার দীর্ঘ বৈঠক হয়েছে। তারাও বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা