হামদর্দের সহযোগিতায় ট্রাফিক পুলিশ বুথ উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ১৫:২১
অ- অ+

স্বাস্থ্য ও শিক্ষাসেবার অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবং দৈনিক দেশ রূপান্তরের সহযোগিতায় রাজধানীর বাংলামোটরে চালু হলো ট্রাফিক পুলিশ বুথ।

বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক ক্রয় জাফর সাদেকসহ অনেকে।

এ সময় হামদর্দ কর্মকর্তারা বলেন, ‘‘ওয়াক্ফ প্রতিষ্ঠান হিসেবে হামদর্দ সবসময়ই মানুষের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ায়। স্বাস্থ্য ও শিক্ষাখাতে সেবার মানসিকতা নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী নিরন্তর কাজ করে যাচ্ছে।’

জনকল্যাণে ট্রাফিক পুলিশ যেকোনো উদ্যোগ গ্রহণ করলে, সেসব কর্মকান্ডেও হামদর্দ সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান কর্মকর্তারা।

ট্রাফিক পুলিশের বুথ উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে নগরবাসী ও পথচারীদের তৃষ্ণা নিবারণে আপ্যায়ন করানো হয় শত বছরের ঐতিহ্যবাহী সবার প্রিয় শরবত রুহ্ আফজা।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা