আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে কুবিতে মানববন্ধন 

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:১১
অ- অ+

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক গোলচত্বরে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‍‍'ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না, চিন্ময়ের ঠিকানা, এই বাংলায় হবে না‘, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, শাহবাগীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‍‘‍দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’‍‍, ‘তুমি কে আমি কে, সাইফুল সাইফুল’সহ নানা স্লোগান দেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, 'ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। গতকাল আমরা দেখেছি জঙ্গি সংগঠন ইসকন কীভাবে আমাদের ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আজ আমরা তার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। এদেশে যদি কোনো উগ্র সংগঠন, জঙ্গি সংগঠন আস্তানা গড়তে চায় তাহলে আমরা তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। আমি সাইফুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত বিচার চাই।'

আইসিটি বিভাগের শিক্ষার্থী দীন ইসলাম হৃদয় বলেন, 'আমরা বলি আমাদের হিন্দু ভাই, আমাদের হিন্দু বন্ধু। আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি। কিন্তু ওরা আমাদের মসজিদ ভেঙেছে। ওরা এভাবেই আমাদের প্রতিদান দিয়েছে।' তিনি আরও বলেন, 'আমাদের কোনো মুসলিম অপরাধ করলে আমরা ধর্ম দেখি না, আমরা তার অপরাধ দেখি।’

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুদ্ধিমত্তা বাড়ায় থানকুনি পাতা! অনিদ্রা আর দুঃশ্চিন্তা যাবে দূরে
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা