দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া জাতির উদ্দেশে এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, উদার সাংবিধানিক শৃঙ্খলা রক্ষায় দেশ থেকে উত্তর কোরিয়াপন্থীদের সরিয়ে দেওয়ার জন্য সামরিক আইন জারি করা ছাড়া তার কাছে বিকল্প কোনো পথ ছিল না। তবে এই বিষয়ে কী ধরনের সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে তা ভাষণে বলেননি তিনি।
মূলত দেশটির শীর্ষস্থানীয় কিছু সরকারি প্রসিকিউটরকে অভিশংসন এবং সরকারি বাজেট প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির একটি প্রস্তাব সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছে। এই প্রস্তাবে বিরোধীদের সমর্থনের পর তাদের উত্তর কোরিয়াপন্থী হিসেবে আখ্যা দিয়ে নির্মূলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইউনসুক-ইওল।
এদিকে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, পার্লামেন্টের সকল কার্যক্রম স্থগিত করেছে সামরিক বাহিনী। পার্লামেন্ট ভবনের প্রবেশপথ আটকে দেওয়া হয়েছে। সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
সূত্র: রয়টার্স
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমআর)
মন্তব্য করুন