সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
সামরিক আইন জারির ঘোষণা দেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সইউন সুক ইওলের বিরুদ্ধে অভিশংসনের দাবি জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। সামরিক আইন জারির প্রতিবাদে বিক্ষোভ করেন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্যসহ সাধারণ জনগণ।
বুধবার কোরীয় বার্তাা সংস্থা ‘ইয়োনহাপের’ এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণকালে প্রেসিডেন্ট আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন। অবশ্য পরে পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা ও দেশটির সাধারণ জনগণের বিক্ষোভের মুখে সেটি প্রত্যাহারের কথা জানান। তবে এ নিয়ে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।
বিরোধীদলীয় সংসদ সদস্যরা জানিয়েছে, তারা বুধবার ইউনের বিরুদ্ধে অভিশংসনের জন্য একটি বিল প্রস্তাব করার পরিকল্পনা করছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই বিলের ভোট হবে।
বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন, প্রস্তাবের ওপর ভোট হলে আমরা জয়ী হব। কারণ, সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/ইএস
মন্তব্য করুন