পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামির আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
কারাগারে পাঠানোর আদেশ শুনে ঢাকার সিএমএম আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া ডাকাতির মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এই আসামি সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রাজধানীর হাতিরঝিল থানার ডাকাতি একটি মামলায় সন্দিগ্ধ আসামি আরিফুর ইসলাম আরিফকে গত ১৬ নভেম্বর এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে তিনি আদালতের কাঠগড়া থেকে কৌশলে পালিয়ে যান। তখন আসামির দায়িত্বে ছিল পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজল। ওই ঘটনায় পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজলকে সাময়িক বরখাস্তসহ পালিয়ে যাওয়ার আরিফের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/আরজেড)
মন্তব্য করুন