আদালতে কামরুল ইসলাম বললেন, ‘এই দিন দিন নয়, আরও দিন আছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৩:৩৯
অ- অ+

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে তোলা হলো আদালতে। তার ৮ দিনের রিমান্ডও মঞ্জুর হলো। একপর্যায়ে আদালতে দাঁড়িয়েই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এই সাবেক মন্ত্রীর দুঃসাহসিক উচ্চারণ, ‘এই দিন দিন নয়, আরও দিন আছে।’

সোমবার রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মঙ্গলবার সকালে আদালতে তুলে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসময় আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন কামরুল ইসলাম। বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

আদালতে আসামিপক্ষের আইনজীবী সাবেক এই মন্ত্রীর রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামলায় কামরুল ইসলামের ভূমিকা তুলে ধরেন।

একপর্যায়ে কামরুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তার দাবি, ‘নিউমার্কেট এলাকা আমার অধীনে নয়। আমি ওই এলাকার এমপিও না। এ মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকায় অংশ নিইনি। আমাকে মিথ্যাভাবে মামলায় আসামি করা হয়েছে। ’

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন। কিছু আইনজীবী কামরুল ইসলামকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। তখন কামরুল ইসলাম ওই আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এই দিন দিন নয়, আরও দিন আছে। সব দিন তো একরকম যায় না। সামনে ভালো দিন আসবে। ’

তখন আদালতে উপস্থিত ওইসব আইনজীবী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে আদালত কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

নিহত আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় মামলাটি করেন। এ মামলার ৫৬ নম্বর এজাহারনামীয় আসামি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। যিনি এক সময় আইন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ছিলেন।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিথ্যা ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছে ভারত: মুফতি ফজলুল হক
স্বৈরাচার বিদায় হলেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান: টুকু
মঠবাড়িয়ায় প্রভাবশালীদের দখলে খাল, শত শত স্থাপনায় রুদ্ধ পানিপ্রবাহ
ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা