র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৪:৫৭| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৫:০৫
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুম ও নির্যাতনের অভিযোগে করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ২ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

যাদের হাজির করতে বলা হয়েছে তারা হলেন- সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> অতিরিক্ত পুলিশ সুপার আলেপ গ্রেপ্তার, রিমান্ড আবেদন

আরও পড়ুন>> হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন দুই দিনের রিমান্ডে

আরও পড়ুন>> যেসব কর্মকাণ্ডের জন্য বিতর্কিত আলেপ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খান হত্যার ঘটনায় করা মামলায় জেলহাজতে রয়েছেন- এই দুই কর্মকর্তা। তাদেরকে গুমের অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করার জন্য এদিন আবেদন করেন প্রসিকিউটর। শুনানি শেষে ট্রাইব্যুনাল ২ ডিসেম্বর হাজির করার আদেশ দেন।

দুই কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে উল্লেখ করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, “ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে আজ দুটি দরখাস্তের মাধ্যমে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। ট্রাইব্যুনাল আবেদন দুটি মঞ্জুর করেছেন। আগামী ২ ডিসেম্বর অভিযুক্ত দুই সাবেক র‍্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে।”

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘন কুয়াশায় সৈয়দপুরে ফ্লাইট সিডিউল বিপর্যয়, যাত্রী দুর্ভোগ
দুই বছর ধরে হাসপাতালে ভারতীয়ের লাশ, ফেরত যায় স্থানীয়রা
সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা